করোনাকালে পাকিস্তানের বিরুদ্ধে, না পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিকই টি-২০ সিরিজ জিতে নিলো স্বাগতিক ইংল্যান্ড। গতকালরাতে দ্বিতীয় টি-২০তে জশ বাটলারের ব্যাটিং নৈপুন্যে অসিদের ৬ উইকেটে হারিয়েছে ইংলিশরা। ফলে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথম টি-২০ ২ রানে জিতেছিলো ইয়োইন মরগানের দল।
গেল মার্চে করোনাভাইরাসের কারনে ক্রিকেট বন্ধ হবার পর গেল জুলাই থেকে আন্তর্জাতিক অঙ্গনে খেলছে ইংল্যান্ড। ইতোমধ্যে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলেছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ২-১ ব্যবধানে, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে ইংল্যান্ড। কিন্তু পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ করে ইংল্যান্ড। করোনাকালে টেস্ট, ওয়ানডে সিরিজ জিততে পারলেও, টি-২০ পারছিলনা তারা। অবশেষে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০তেও সিরিজ জয়ের স্বাদও নিলো ইংল্যান্ড।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০।
নিউজ ডেস্ক/বিজয় টিভি