বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাইফ হাসান করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলের ইংলিশ ট্রেনার নিক লিও।
শ্রীলঙ্কা সফরের জন্য ক্রিকেটার ও স্টাফ মিলিয়ে ১৭ জনের করোনা টেস্ট হয়েছে গত সোমবার (৭ সেপ্টেম্বর)। সেই তালিকায় থাকা দুজন পজিটিভ হয়েছেন।
এদিকে করোনা পরীক্ষার দ্বিতীয় ও শেষ দিনে আরও ৭-৮ জন সাপোর্টিং স্টাফের নমুনা সংগ্রহ করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি