রোনালদোর সেঞ্চুরি! বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে একশো গোলের নজির গড়লেন ‘সিআর সেভেন’। দেশের জার্সিতে রোনাল্ডো ১০১ গোলের পাশে পেলের গোলসংখ্যা ৭৭, মেসির ৭০, ম্যারাডোনার অনেকটাই কম।
সব ঠিকঠাক থাকলে আগের ম্যাচেই হয়তো একশো গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতেন পর্তুগিজ মহানায়ক। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে পায়ে সংক্রমণের জন্য মাঠেই নামতে পারেননি তিনি। গ্যালারিতে বসেই তিনি দেখেছিলেন পর্তুগালের জয়।
মঙ্গলবার উয়েফা নেশনস কাপে সুইডেনের বিরুদ্ধে চেনা ছন্দে রোনালদো। জোড়া গোল করলেন তিনি। রোনাল্ডো জ্বলে ওঠায় পর্তুগাল ম্যাচটা জিতল ২-০ গোলে। রোনাল্ডোর সামনে কেবল ইরানের তারকা স্ট্রাইকার আলি দায়ি। তাঁর গোল সংখ্যা ১০৯। সুইডেনের বিরুদ্ধে দুটো গোল করায় রোনালদো গোলসংখ্যা এখন ১০১। সূত্র: আনন্দবাজার