ম্যাচের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। নিজেদের মাঠে প্রথম ৩০ মিনিট আধিপত্য বজায় রাখে বলিভিয়া। আক্রমণে ধার রেখে এগিয়েও যায় স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো অঘটন হয়নি। পিছিয়ে পড়েও বলিভিয়ার লা পাজ থেকে ১৫ বছর পর জয় পেল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বলিভিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন মোরেনো মার্টিন্স। আর্জেন্টিনার হয়ে দুই গোল করেন লাউতারো মার্টিনেস ও হোয়াকিন কোররেয়া।
২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় জিতল তারা।
এই কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে টানা দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ইকোয়েডরকে হারিয়েছিল তারা। অন্যদিকে ব্রাজিলের কাছে হার দিয়ে শুরু করা বলিভিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচেও ধাক্কা খেল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি