ফ্রেঞ্চ লিগে নিমসের বিপক্ষে আতে মাঠে নামবে ফ্রান্স সেরা পারি সাঁ জার্মেই। স্তাদ দেস কস্তেইরেসে ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
মৌসুমের শুরুটা ভালো হয়নি পিএসজির। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে টুখেলের দল। শেষ চার ম্যাচে ১২ গোল তার প্রমাণ। যদিও টেবিল টপার রেনের চেয়ে দু পয়েন্ট পিছিয়ে পিএসজি।
১৯৯২-১৯৯৩ মৌসুমের পর থেকে নিমসের কাছে হারেনি ফ্রঞ্চ জায়ান্টরা। গেলো মৌসুমে একমাত্র ম্যাচে ৩-০ গোলে জয়ে পেয়েছিলো এমবাপ্পে-নেইমরররা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি