নারীদের আইপিএলে অংশ নিতে আজ দুবাইয়ে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম।
আইপিএলে এটা সালমা খাতুনের অভিষেক আসর। তবে পেসার জাহানারা আলম গেল মৌসুমে ভেলোসিটি দলের হয়ে খেলেছিলেন। বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন। সেই টুর্নামেন্টের সেরা ডেলিভারি দেওয়া বোলারের স্বীকৃতি জিতেছিলেন তিনি। যদিও সেই দফার ফাইনালে তার দল ভেলোসিটি হেরে যায়।
তবে জাহানারা তার ব্যক্তিগত কৃতিত্বে টুর্নামেন্টে চমক দেখান। সেই পারফরম্যান্সের কারণেই ভেলোসিটি এবারও বাংলাদেশি এই পেসারকে দলে রেখেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি