বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে শেষ দিনের মতো অনুশীলন করছে দলগুলো। আজ (সোমবার) সকালে ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে রাজশাহী আর ঢাকা। ইনজুরি কারণে পদ্মাপাড়ের দলটির হয়ে অনুশীলন করেননি অলরাউন্ডার সাইফউদ্দিন ৷
আগামীকাল ঢাকা-রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। ম্যাচকে সামনে রেখে সকাল ৯টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে দু’দল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি