এএটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতেছেন ড্যানিল মেদভেদেভ। ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে হারিয়ে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন রাশিয়ার এই তারকা।
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অস্ট্রিয়ার ডমিনিক থিমকে ৪-৬,৭-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন র্যাংকিংয়ের চারে থাকা মেদভেদেভ। প্রথমবারের মতো এটিপি ফাইনালসের ট্রফি জিতে উচ্ছ্বসিত দানিল মেদভেদেভ। এই অর্জনকে ক্যারিয়ারের সেরা অর্জন বললেন এই রাশিয়ান তারকা।
ট্রফি হাতে উল্লসিত দানিল মেদভেদেভ। এটিপি ফাইনালসের রোমাঞ্চকর লড়াইয়ে ডমিনিক থিমকে হারিয়ে শেষ হাসিটা রাঙিয়ে তুললেন এই রাশিয়ান তারকা।
সেমিফাইনালে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় পৌঁছায় মেদভেদেভ। ফাইনালের মঞ্চে মুখোমুখি বিশ্ব র্যাংকিংয়ের তিন ও চার নম্বর তারকা ডমিনিক থিম ও দানিল মেদভেদেভ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি