গত বুধবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিশ্ব ক্রীড়াঙ্গনে। শোক প্রকাশ করেছেন এই প্রজন্মের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও।
রোববার ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে বার্সেলোনার জয়ের পর ম্যারাডোনাকে মাঠে স্মরণ করলেন মেসি। সে সময় মেসির পরনে ছিল নিওয়েলস ওল্ড বয়েজের জার্সি। যে জার্সি পরে তাঁর প্রিয় ক্লাবে খেলতেন ম্যারাডোনা।
এদিন বার্সেলোনার জয়ে মেসি দারুণ ফুটবল খেলেছেন। তাঁর দলও তাই জিতেছে বড় ব্যবধানে।
২৯ মিনিটে বার্সেলোনা এগিয়ে যায়। মার্টিন ব্রাথওয়েট করেন গোলটি। ৪২ মিনিটে বর্সেলোনার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। ৫৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করেন কুতিনহো। ৭৩ মিনিটে আড়াআড়ি শটে স্কোরলাইন দলের চতুর্থ গোল করেন মেসি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি