দাপুটে ফুটবল খেলে স্ত্রাসবুরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে উত্থান-পতনের মধ্যে দিয়ে চলা পিএসজি বড়দিনের ছুটির আগে দুর্দান্ত এক জয় পেয়েছে। ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলে স্ত্রাসবুরকে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।
ঘরের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। একটি করে গোল করেন তিমোথি পেমবেলে, কিলিয়ান এমবাপে, ইদ্রিসা গেয়ি ও মোইজে কিন। গত রাউন্ডে লিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল পিএসজি।
১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আগের মতো তিনে আছে পিএসজি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে স্ত্রাসবুর।