৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-১ এর সমতায় ফিরেছে ভারত। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে অজিরা।
মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিন শেষেই শক্ত অবস্থানে পৌঁছে গিয়েছিল ভারত। আজ তৃতীয় দিনের খেলা শেষে ভারত জয় দেখছে বেশ ভালোভাবেই।
প্রথম টেস্টে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে একদমই সুবিধা করে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিরা অলআউট হয় ১৯৫ রানে। জবাবে প্রথম ইনিংসে ভারত তোলে ৩২৬।
দ্বিতীয় ইনিংসেও একই দশা হোস্টদের। ভারতের বোলিং তোপে অলআউট হয়ে গেছে সমান ২০০ রানে। দুই ইনিংসের কোনটাতেই একটা ফিফটিও নেই কোনো অজি ব্যাটসম্যানের।
বিপরীতে ভারতের রাহানে প্রথম ইনিংসেই করেন সেঞ্চুরি। এছাড়া একটা ফিফটি আছে ভারতী অলরাউন্ডার জাদেজার। চতুর্থ দিনে সেকেন্ড ইনিংসে দুই উইকেট হারিয়ে ৭০ রান তুলতেই জয় নিশ্চিত হয়েছে ভারতের।
ম্যাচে ভারতীয় পেসার বুমরাহ নিয়েছেন ৬ উইকেট। অভিষিক্ত মোহাম্মদ সিরাজ আর অশ্বিনের ঝুলেতে উঠেছে ৫টা করে।