সূচি অনুযায়ী নতুন বছরে ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ও ভারত নারী ক্রিকেট দলের। কিন্তু দুর্ভাগ্য! স্থগিত হয়ে গেছে তিন ম্যাচের এ সিরিজ। আগামী মৌসুম পর্যন্ত স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে নতুন তারিখ এখনও জানায়নি তারা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নারী বিশ্বকাপের আগে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের। কিন্তু ইতোমধ্যে বিশ্বকাপ স্থগিত হয়েছে। তাই এই সিরিজটিও মাঠে গড়াচ্ছে না।
তবে পরবর্তীতে এই সিরিজ আয়োজন করলে ম্যাচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।