২-০ গোলে এগিয়ে থেকেও জিততে পারল না শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। বরুশিয়া মনচেনগ্লাডবাখের মাঠ থেকে ৩-২ গোলের হার নিয়ে ফিরেছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। বুন্দেসলিগায় রাউন্ড অব ফিফটিনের ম্যাচে জার্মান জায়ান্টদের ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ৩-২ গোলে হারিয়ে থামিয়ে দিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। দলের হয়ে জোড়া গোল করেছেন ফেরান হফম্যান। তবে এই ম্যাচ হারের পরও টেবিলের শীর্ষস্থানেই আছে বায়ার্ন মিউনিখ।
টেবিলের শীর্ষস্থানটা দখলে থাকলেও স্বস্তিতে ছিল না বায়ার্ন মিউনিখ। এমন অস্বস্তির মাঝেই বরুশিয়া পার্ক ভ্রমণ বাভারিয়ানদের। মনশেনগ্লাডবাখ যে তাদের কঠিন পরীক্ষা নেবে সেটা হয়তোবা অনুমেয় ছিল হেনসি ফ্লিকের।
ম্যাচের শেষ পর্যন্ত সমতায় ফিরতে প্রাণপণে লড়েছেন জশোয়া কিমিচ, থমাস মুলার, লিরয় সানেরা। কিন্তু স্বাগতিকদের জমাট রক্ষণে সুবিধা হয়নি। ফলে বুন্দেসলিগায় গেল ১২ ম্যাচ ধরে যে আনবিটেন রানে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা, তা থেমে যায় বরুশিয়া পার্কে এসে।