সিডনি টেস্টের চতুর্থ দিনে ভারতের ওপর রানের পাহাড় চাপিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৪০৬ রানের বিশাল লিড তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে চতুর্থ দিন শেষ করে ভারত। আর পঞ্চম দিনে এসে চেতেশ্বর পুজারা, রিশব পন্ত, হনুমা বিহারি আর রবিচন্দ্রন অশ্বিনের বীরত্ব গাঁথা ইনিংসে শেষ পর্যন্ত টেস্ট ড্র করতে পেরেছে ভারত। কিন্তু সিডনিতে ড্র করে যেন নতুন ইতিহাসই গড়েছে তারা।
স্কোরকার্ড জানাচ্ছে এই টেস্ট ড্র হয়েছে। কিন্তু এই ড্র থেকেও ভারত যে ফিরেছে ম্যাচ জয়ের আমেজ এবং উচ্চশির নিয়ে!
শেষ সেশনে ম্যাচ জিততে ভারতের প্রয়োজন দাঁড়ায় ১২৭ রান। হাতে জমা ৫ উইকেট। ওভার বাকি ৩৬। হনুমা বিহারি ও রবিচন্দ্র অশ্বিন মাত্রই উইকেটে এসেছেন। এই দুই ব্যাটসম্যানকে আউট করার সম্ভাব্য সব চেষ্টাই করল ভারত। বল শরীরে লাগাল। বাউন্সারের পর বাউন্সার। ব্যাটসম্যানের সামনে ছাতার মতো ফিল্ডিং সাজাল। ফলস আপিলও করল। কিন্তু বিহারি ও অশ্বিনের অপরাজিত ব্যাটিং ভারতকে ম্যাচ ড্র’র আনন্দ এনে দিল।
শেষ সেশনে অস্ট্রেলিয়া কোন উইকেটই ফেলতে পারেনি। বিহারি ও অশ্বিন ষষ্ঠ উইকেট জুটিতে ২৫৯ বলে হার না মানা ৬২ রান তুলে ভারতকে জয় আনন্দের মতো ড্র এনে দিলেন।