রিয়াল সোসিয়েদাদকে টাইব্রেকারে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা।
তবে ফাইনালের টিকিট কাটার ব্যাপারটা মোটেই সহজ ছিল না কাতালানদের জন্য। সেমি-ফাইনালে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদকে শ্বাসরুদ্ধকর পেনাল্টি শ্যুটআউটে ৩-২ (১-১) গোলে হারিয়েছে বার্সা।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের ফল ছিল ১-১ গোলে ড্র। অতিরিক্ত সময়েও হয়নি কোনো মীমাংসা। শেষে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে।
টাইব্রেকারে প্রথমে শট নেয় রিয়াল সোসিয়েদাদ। নিজের পাঁচটি শট শেষে তারা গোল করতে পারে দু’টি। অন্যদিকে, বার্সেলোনা তাদের প্রথম চার শটে সফল ঠিক দু’বারই। ম্যাচ নির্ধারণী শটটি নেয়ার ভার পড়ে রিকি পুইগের কাঁধে। শ্বাসরুদ্ধকর মুহূর্তে গোল দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান তিনি।
তবে প্রতিপক্ষের প্রথম দু’টি শট ঠেকিয়ে ফাইনালের পথ দেখালেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। যার অসাধারণ পারফরম্যান্সের কারণে টাইব্রেকারে জয় নিশ্চিত করে বার্সা।