অনেক সুযোগ নষ্টের ভিড়ে বারবার পোস্ট ও ক্রসবারে বল লাগার হতাশায় পুড়তে হলো বার্সেলোনাকে। আচমকা গোলও খেয়ে বসে তারা। সমতা টেনে পথ দেখালেন অধিনায়ক লিওনেল মেসি। পরে সতীর্থের গোলেও রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্বিতীয় সারির দল রায়ো ভাইয়েকানোকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠল রোনাল্ড কুমানের দল।
ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ দিকে লিওনেল মেসি ও ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের গোলে ২-১ ব্যবধানে রায়ো ভায়োকানোকে হারিয়েছে বার্সেলোনা। আর তাতে কোপা দেল রে’র শেষ আটের টিকিট নিশ্চিত হয় কাতালান ক্লাবটির। স্প্যানিশ সুপার কাপের লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়ার পর এটিই ছিল মেসির প্রথম ম্যাচ।