ব্যাট হাতে ডাবল-সেঞ্চুরি করে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে অবিস্মরনীয় জয়ের স্বাদ পাইয়ে দিলেন অভিষেক ম্যাচ খেলতে নামা বাঁ-হাতি ব্যাটসম্যান কাইল মায়ার্স। তার অপরাজিত ২১০ রানের সুবাদে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা।
স্কোর কার্ড :
বাংলাদেশ প্রথম ইনিংস : ৪৩০/১০, ১৫০.২ ওভার (মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, ওয়ারিকান ৪/১৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২৫৯/১০, ৯৬.১ ওভার (ব্র্যাথওয়েট ৭৬, ব্ল্যাকউড ৬৮: মিরাজ ৪/৫৮)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২২৩/৮ ডি., ৬৭.৫ ওভার (মোমিনুল ১১৫, লিটন ৬৯, ওয়ারিকান ৩/৫৭) :
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস (আগের দিন ১১০/৩, ৪০ ওভার, মায়ারস ৩৭*, বোনার ১৫*, মিরাজ ৩/৫২)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী।
সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।