জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০-২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে ১৬ দলীয় এ টুর্নামেন্টে কালীগঞ্জ ৭নং রায়গ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ ও কালীগঞ্জ ৫নং শিমলা রোকনপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
রায়গ্রাম ইউনিয়ন ফুটবল একাদশকে ১ – ০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শিমলা রোকনপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলায় ঝিনাইদহ -৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি পুরষ্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।