জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারী) সকালে সাড়ে ৫ হাজার প্রতিযোগী নিয়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শহরের আ.হ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়াম থেকে শুরু হয়ে শান্তিমোড়, বিশ্বরোড, অক্ট্রয় মোড়, মহানন্দা বাস স্ট্যান্ড, আলীনগর রেলগেট, ফায়ার সার্ভিস, উদয়ন মোড়, নিউমার্কেট হয়ে শেষ হয় পুরাতন স্টেডিয়ামে।
পরে প্রতিযোগীদের মধ্যে সেরা ১’শ জনকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
এর আগে আ.হ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে ম্যারাতন দৌড়ের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন এর উদ্বোধন করেন, লিবিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীমুজ্জামান।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।