উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল চেলসি। ফিরতি লেগে স্পেনের সেভিয়াতে পোর্তোর কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেও শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট কেটেছে লন্ডনের ক্লাবটি।
মাঠ সেই সানচেজ পিজ্জুয়ান। করোনার তাণ্ডবে নিজস্ব সমর্থকদের সামনে খেলার সুযোগ না পেলেও, কাগজে কলমে এটাই ছিল চেলসির হোম ম্যাচ। ৭ বছর পর সেমিফাইনালের মঞ্চে উঠতে, প্রথম লেগে দুটি মূল্যবান অ্যাওয়ে গোল ছিল ব্লুদের। যে সমীকরণ নির্ভার রেখেছিল থমাস টুখেলকে।