গেল মৌসুমেই ইউরোপিয়ান ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ ব্যবধানে জিতেছিল পিএসজি। ফিরতি লেগে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সে বাভারিয়ানদের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেও সেমিফাইনাল নিশ্চিত হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। দুই লেগ মিলিয়ে ৩-৩ ব্যবধান হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট কাটল পিএসজি।