প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থাকা লিভারপুলকে ঘরের মাঠে জিততে হতো অন্তত দুই গোলের ব্যবধানে। সেই চেষ্টা ম্যাচের শুরু থেকেই করে গেল ইয়ূর্গেন ক্লপের দল। কিন্তু রিয়াল মাদ্রিদের জমাট রক্ষণের বিপক্ষে একটা গোলও আদায় করতে পারেননি মোহাম্মদ সালাহ, সাদিও মানেরা। ফলে প্রথম লেগের ফলাফলই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলে দিল রিয়াল মাদ্রিদকে।
বুধবার (১৪ এপ্রিল) অ্যানফিল্ডে লিভারপুল-রিয়াল মাদ্রিদের লড়াইটা গোলশূন্য ড্র হয়েছে। ফলে প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকা রিয়াল ওই ব্যবধানেই সেমির টিকিট পেয়েছে।
দিনের অন্য ম্যাচে বরুশিয়া ডর্টুমুন্ডকে আবারও হারিয়ে পেপ গার্দিওলার কোচিংয়ে প্রথমবারের মতো সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই লেগেই ইংলিশ ক্লাবটি জেতে ২-১ ব্যবধানে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।