দেশের ক্রিকেটের ভবিষ্যত নিরাপদ হাতে রয়েছে বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে বড় তারকাদের অনুপস্থিতিতে নতুনরা যেভাবে দায়িত্ব পালন করছে তাতে দেশের ক্রিকেটের ভবিষ্যত ভালো অবস্থায় রয়েছে।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজ হারের পর বাংলাদেশ ক্রিকেট কিছুটা টালমাটাল অবস্থায় চলে যায় বলে মন্তব্য করেছিলেন বিসিবি প্রধান।
তিনি বলেন, ‘আমার কাছে এটি অন্যভাবে রয়েছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য আলোচনা হয়েছে, আমি নাইম শেখ, আফিফ হোসেন, শেখ মাহেদি হাসান, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদের কথা বলবো। তাসকিন ছাড়া সবাই দলে নতুন খেলোয়াড়।’
পাপন আরও বলেন, ‘যদি আপনি চলমান শ্রীলংকার বিপক্ষে টেস্টটি দেখেন,তবে তুলনামূলকভাবে একজন নতুন খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত ভাল করেছে। আমাদের তরুণ প্রজন্ম যেভাবে খেলছে আমি মনে করি আমাদের ভবিষ্যত খুব ভাল।’
বিসিবি সভাপতির মতে, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বিপর্যয়মূলক ফলাফলে কৌশল ও একে অন্যের সাথে বোঝাপড়ায় ঘাটতি ছিলো। এজন্যই খালেদ মাহমুদ সুজনকে শ্রীলংকায় দলের ডিরেক্টন হিসেবে পাঠানো হয়েছে।
খালেদ মাহমুদ দলকে উজ্জীবিত করেছে বলে জানিয়ে পাপন বলেন, ‘আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি হেরেছি কিন্তু আমাদের বুঝতে হবে, এমন অনেক খেলোয়াড় আছেন যারা প্রথমবার নিউজিল্যান্ড সফরে গেছে এবং সেখানকার কন্ডিশন খুবই কঠিন ছিলো। হারের জন্য খারাপ লাগার কোনও কারণ নেই। একই সাথে, আমাদের হারের অনেকগুলো কারণ ছিলো। আমরা দক্ষতার সাথে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারিনি এবং বোঝাপড়ায় ভুল ছিলো।’