পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। একদিন বাদে একই ভেন্যুতে গড়াতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ নির্ধারণী সেই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা।
মঙ্গলবার (২৭ এপ্রিল) পাল্লেকেলে স্টেডিয়ামে অনুশীলনে তিন বিভাগেই শান দিয়েছে লাল সবুজের দল। তবে পাদ প্রদীপের আলোয় ছিল মূলত ব্যাটিং। ক্যান্ডি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও চিত্রে সেই দৃশ্যই ফুটে উঠেছে।