আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ‘টেস্টের বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামবেন বিরাট কোহলিরা। এই ম্যাচ ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।
বিরাট কোহলির নেতৃত্বাধীন দলে চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা ও হনুমা বিহারী।
ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমন গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল (ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে), ঋদ্ধিমন সাহা (উইকেট-কিপার; ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে)