বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৮ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। এই শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু ইংল্যান্ড।
ইংল্যান্ডে এই ম্যাচ খেলতে যাওয়ার আগে নিজ দেশে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। সেখানে যাওয়ার পর আরও ১০ দিনের কোয়ারেন্টাইন। সব মিলিয়ে ২৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে তাদের।
মুম্বাইয়ের একটি হোটেলে হবে এই কোয়ারেন্টিন। যারা মুম্বাইয়ে থাকেন, তাদের কোয়ারেন্টাইন শুরু আগামী সোমবার থেকেই। বাকিরা যোগ দিলে বুধবার থেকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন।