২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ চার বছর বাড়িয়ে ইতালির সঙ্গে থাকছেন কোচ রবার্তো মানচিনি।
এর আগে ইতালির সাথে তার চুক্তি ছিল ২০২২ বিশ্বকাপ পর্যন্ত। তার ইচ্ছে ছিল, কাতার বিশ্বকাপ শেষ করেই ক্লাব ফুটবলে ফিরে যাবেন। তবে সেই চিন্তা থেকে সরে এসেছেন ৫৬ বছর বয়সী এই কোচ।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান গ্র্যাব্রিয়েল গ্রাভিনা খবরটি নিশ্চিত করেছেন।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে তুরস্ক, ওয়েলস ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে ইতালি। ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এ আসর।