1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ইউরো কাপ: ৬ বছর পর ফ্রান্স দলে ডাক পেলেন করিম বেনজেমা - বিজয় টিভি
ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

ইউরো কাপ: ৬ বছর পর ফ্রান্স দলে ডাক পেলেন করিম বেনজেমা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪০ বার পড়া হয়েছে

ইউরো ২০২০’কে সামনে রেখে ফ্রান্সের প্রাথমিক দলে ডাক পেয়েছেন করিম বেনজেমা। এর মাধ্যমে দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান হলো রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকারের।

২০১৫ সালের অক্টোবরের পর থেকে ফ্রান্স জাতীয় দলে সুযোগ পাননি ৩৩ বছর বয়সী বেনজেমা। কিন্তু দিদিয়ের দেশ্যমের বিবেচনায় আসন্ন ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পে ও আঁতোয়ান গ্রীজম্যানের পাশাপাশি ঠিকই জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।
টুইটারে এ সম্পর্কে বেনজেমা বলেছেন, ‘ফ্রান্স দলে প্রবেশ করতে পারা এবং আমার উপর আস্থা রাখাটা সত্যিই গর্বের। এজন্য আমি পরিবার, বন্ধু, ক্লাবকে ধণ্যবাদ জানাতে চাই। এবং অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময়ই সমর্থন করেছে এবং প্রতিদিনই আমাকে শক্তি যুগিয়েছে।’

ফ্রান্সের জার্সি গায়ে ৮১টি ম্যাচে এ পর্যন্ত ২৭ গোল করেছেন বেনজেমা। সম্প্রতি তিনি দেশটির প্লেয়ার্স এসোসিয়েশনের বিবেচনায় মৌসুমের সেরা ফরাসী খেলোয়াড় (যিনি বিদেশে খেলে থাকেন) হিসেবে মনোনীত হয়েছেন। এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২৯টি গোল করেছেন। ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালো মাদ্রিদ ছাড়ার পর তিন মৌসুমেই তিনি ২০ গোলের অধিক গোল করেছেন।
দেশ্যম বলেন, ‘আমি কখনই বেনজেমার সম্পর্কে কোন ধরনের বাজে মন্তব্য করিনি। প্রথম থেকেই তার সাথে আমার এক ধরনের বিশ্বাসের সম্পর্ক ছিল। অতীতে কি হয়েছে তা নিয়ে আমি ভাবতে চাইনা।’

আগামী ১৬ জুন মিউনিখে তিনবারের বিজয়ী জার্মানীর বিপক্ষে ইউরো মিশন শুরু করবে ফ্রান্স। চারদিন পর বুদাপেস্টে তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি। আগামী ২৩ জুন গ্রুপ-এফ’র শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের মোকাবেলা করবে দেশ্যম বাহিনী।’

বেনজেমাকে ছাড়া লেস ব্লুসরা গত ছয় বছরের নিজেদের দারুণভাবে প্রমান করেছে। ঘরের মাঠে ২০১৬ ইউরোর ফাইনালে খেললেও পর্তুগালের কাছে পরাজিত হয়েছিল। কিন্তু তিন বছর আগে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে।
সময়ের সেরা স্ট্রাইকারদের একজন হওয়ার পরও অযাচিত এক কারণে দেশের হয়ে মাঠে নামা হচ্ছিল না বেনজেমার। অবশেষে সেই প্রতীক্ষার শেষ হতে যাচ্ছে। ফ্রান্সের হয়ে বেনজেমা সবশেষ খেলেন ২০১৫ সালের অক্টোবরে। আর্মেনিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে ফরাসিদের জয় পাওয়া সেই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি একটি গোলে এসিস্টও করেছিলেন। এর কিছুদিন পরই বেনজেমার বিরুদ্ধে জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে ২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্স দল থেকে দেশের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করা এই তারকাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়।

সামর্থ্য থাকা সত্ত্বেও দেশের হয়ে খেলতে না পারার হতাশা মাঝেমধ্যে পেয়ে বসত বেনজেমাকে। ২০১৬ ইউরোয় তাকে দলে না রাখায় কোচেরও সমালোচনা করেছিলেন তিনি। বলেছিলেন, ‘ফ্রান্সের বর্ণবাদী একটা অংশের চাপে মাথানত করেছেন দেশ্যম।’

দেশটির বিশ্বকাপ জয়ী কোচ ও সাবেক খেলোয়াড় দেশ্যমও বলেছিলেন, বেনজেমার অমন মন্তব্য কখনও ভুলবেন না তিনি। তবে ভবিষ্যতে যে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে নেবেন না, তাও কখনো বলেননি তিনি।

বেনজেমাকে দলে নেওয়ার বিষয়ে দেশ্যম বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপরই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কি বিষয়ে আলোচনা হয়েছে তার কিছুই আমি এখানে বলব না, এটা একান্তই আমাদের বিষয়। আমার এটা প্রয়োজন ছিল, তারও দরকার ছিল।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
গোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়ল

গোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়ল

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
কবে বিয়ে করবেন ঋতাভরী চক্রবর্তী

কবে বিয়ে করবেন ঋতাভরী চক্রবর্তী?

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.