২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। তাদের কোচ ফার্নান্দো সান্তোস শিরোপা ধরে রাখার অভিযানে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী দলটিই বেছে নিয়েছেন। জুভেন্টাস তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বে বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে রয়েছে তারকা ও প্রতিভাবান ফুটবলারের ছড়াছড়ি।
২৬ সদস্যের স্কোয়াডে সুপরিচিত খেলোয়াড়দের মধ্যে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা, ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড বার্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস, এফসি পোর্তো ডিফেন্ডার পেপে ও ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার রুবেন দিয়াস। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভারসাম্যপূর্ণ দল হওয়ায় আসন্ন ইউরো জয়ে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে পর্তুগিজদের।
তবে দলে জায়গা হয়নি আর্সেনালের রাইটব্যাক সেড্রিক সোয়ারেস, বার্সেলোনার সাবেক ডিফেন্ডার আন্দ্রে গোমেস, উলভারহ্যাম্পটনের প্রতিশ্রুতিশীল ফরওয়ার্ড পেদ্রো নেতোর।
১১ জুন থেকে মাঠে গড়াতে যাওয়া এবারের ইউরোতে পর্তুগাল খেলবে ‘এফ’ গ্রুপে। পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি।