উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলো চেলসি।
প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে দীর্ঘ এক দশক পরে ফাইনালে ওঠে চেলসিও। শনিবার (২৯ মে) পর্তুগালের পোর্তোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২০/২১ মৌসুমের ফাইনালে মাঠে নামে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং চেলসি। এদিন প্রথমার্ধের ৪২ মিনিটের সময় চেলসির কাই হ্যাভার্তজের করা একমাত্র গোলই জয়-পরাজয় নির্ধারণ করে দিল। ম্যানসিটিকে হারিয়ে নয় বছর পর দ্বিতীয়বারেরমত ইউরোপ জয়ের হাসি হাসলো চেলসি।
এটি চেলসির দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০১১/১২ মৌসুমে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথমবার ইউরোপসেরার মুকুট জিতেছিল চেলসি। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনাল উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হলো না ম্যানচেস্টার সিটির।