রাউন্ড অফ সিক্সটিনের খেলায় অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালি। আর ওয়েলসকে ৪-০ গোলে হারিয়েছে ডেনমার্ক।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে শেষ ষোলোয় অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইতালি। তাদের গোলদাতা দুই বদলি খেলোয়াড়। ফেদেরিকো চিয়েসা ডেডলক ভাঙার পর ব্যবধান বাড়ান মাত্তেও পেস্সিনা। অস্ট্রিয়ার একমাত্র গোলটি করেন সাসা কালাজিচ।
দারুণ এই জয়ে ৮২ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙেছে ইতালি; নিজেদের ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ড। এই নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল দলটি।
অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল ডেনমার্ক। শেষ খেলায় রাশিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ডেনিশরা। এরিকসন ধাক্কা কাটিয়ে ওয়েলশের বিপক্ষে শুরু থেকেই ফ্রন্টফুটে ছিল ওরা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে আধিপত্য দেখিয়ে ওয়েলসকে বড় ব্যবধানে হারালো ডেনমার্ক। এই জয়ে শেষ আটও নিশ্চিত হয়ে গেল ডেনিশদের।
শনিবার আমস্টারস্টাম অ্যারেনায় ৪-০ গোলে জিতেছে ডেনমার্ক। ২০০৪ সালের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতাটির শেষ আটে পা রাখল ডেনিশরা। এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় আসা ওয়েলস বি-গ্রুপের দ্বিতীয় দল ডেনমার্কের বিপক্ষে নামে ইতালির কাছে গ্রুপের শেষ ম্যাচে পরাজিত হওয়া একাদশে তিনটি রদবদল নিয়ে।