থ্রোগান হ্যাজার্ডের দুর্দান্ত গোলে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়নশীপের শেষ আটে পৌঁছে গেছে বেলজিয়াম। সেভিয়ায় গতকাল বিরতির ঠিক আগে থ্রোগানের গোলে বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামের ১-০ গোলের জয় নিশ্চিত হয়। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ টুর্নামেন্টের আরেক ফেবারিট ইতালি।