প্রয়াত নীলুফার কায়সার বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে রাজপথের সৈনিক ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।
বিকেলে তাঁর চশমা হিলস্থ বাসভবনে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নীলুফার কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, নীলুফার কায়সার সুশিক্ষিত ও বুনিয়াদি পরিবারের গৃহবধু হয়েও মহিলাদের ঘরে ঘরে গিয়ে সংগঠনকে শক্তিশালী করায় নিবেদিত ছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী মু্ক্তি ও ক্ষমতায়নে নেত্রীর ভিশন-মিশন বাস্তবায়নে নিজেকে সম্পৃক্ত করার জন্য আমরা আজ ঐক্যবদ্ধ।
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা চৌধুরী আনজী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের হুরে আরা বিউটি, লায়লা আক্তার এটলী, আয়েশা আলম সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি