একাত্তরের বিরোধী শক্তিই দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু একাডেমি’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতিহাস কখনও পরিবর্তন করা যায় না। যারা অপচেষ্টা করছে তারাই একসময় ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু।
নিউজ ডেস্ক / বিজয় টিভি