শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সকল অপশক্তিকে আদর্শিকভাবে পরাজিত করার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হবে।
রোববার দুপুরে, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে জাতীয় শোক দিবস উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমানের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।
পরে, তিনি গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন। এর আগে, রক্তদান কর্মসূচি ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপমন্ত্রী। এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চুসহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে, গতকাল, নগরের স্টেশন রোডের মোটেল সৈকত মিলনায়তনে, হিন্দু কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে, আলোচনা সভা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী।