বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুইটি ৯৬০ এলপিএম মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট দিলো ভারত সরকার। সকাল সোয়া ৯টায় অক্সিজেন প্ল্যান্ট দুইটি ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সাবিত্রী’ চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ নম্বর জেটিতে পৌঁছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এর পক্ষ থেকে ভারতীয় জাহাজটিকে স্বাগত জানান চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মইন।
আইএসএস সাবিত্রীর কমান্ডার এন রবি সিং ভারতের পক্ষ থেকে অক্সিজেন প্ল্যান্ট ও মেডিকেল সরঞ্জামের কাগজপত্র তুলে দেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে পতেঙ্গার কমান্ডিং অফিসার কমান্ডার এম মাহবুবুর রহমান এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার অক্সিজেন প্ল্যান্টের কাগজপত্র গ্রহণ করেন।
দুইদিনের সফর শেষে আগামীকাল ৩ সেপ্টেম্বর ভারতীয় জাহাজ সাবিত্রী পুনরায় ভারতের উদ্দ্যেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। এ বছরের মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নিয়েছিল ভারতীয় যুদ্ধজাহাজ সাবিত্রী।