প্রায় ১১ ঘণ্টা পর ঢাকায় স্বাভাবিক হয়েছে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার পর স্বাভাবিক হতে শুরু করে মোবাইলের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা।
বিষয়টি নিশ্চিত করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ঢাকায় ১১ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। তবে সারাদেশে ইন্টারনেট সেবা চালু হবে পর্যায়ক্রমে।
এর আগে আজ ভোর থেকে সারাদেশে মোবাইল ফোনে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধ ছিল।