নিউজ ডেস্ক / বিজয় টিভি
ব্রুনাইয়ে তিন দিনের সরকারি সফরের বিষয়ে দেশবাসীকে অবহিত করতে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে বিকেল চারটায় এ সংবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। গত ২১ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ব্রুনাইয় যান প্রধানমন্ত্রী। সফরে তিনি ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ সুলতান ও রাজপরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ-ব্রুনেই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি