সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ আর নেই। শনিবার স্থানীয় সময় বেলা ১১ টা ৫ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাহফুজউল্লাহ’র সন্তানদের পক্ষ থেকে তাঁর ফেসবুক পেইজে দেয়া একটি স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ২ এপ্রিল সকালে ধানমন্ডির নিজ বাসায় মাহফুজ উল্লাহ হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ১১ এপ্রিল অসুস্থ মাহফুজ উল্লাহকে ব্যাংককে নেয়া হয়। তিনি ৩ সন্তান এবং ৪ নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি