ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্যকে চাপা দেওয়া কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ ।
শনিবার চালকসহ ভ্যানটি জব্দ করা হয় বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার । এ বিষয়ে আগামীকাল সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের সামনের সড়কে ফাহমিদাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয় বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি