চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মোমিন নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে সদর উপজেলার মাথাভাঙ্গা নদী থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলো মমিন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে সাফায়েত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের ২ দিনপর এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তাজপুর এলাকার একটি ডোবা থেকে তার গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি