বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের সময় শিরোনামসহ বিভিন্ন অংশে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রায় মেনে চলার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রায়ের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি