এককভাবে নয়, সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই দল পরিচালনা করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে এক আলোচনায় তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সবাইকে সাথে নিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নেয়াই তার লক্ষ্য। এসময় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, এরশাদের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের কারো কোনো বক্তব্য থাকলে দলীয় ফোরামে তোলার আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি