সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনা-বেচা চক্রের হোতা মো. শহিদুল ইসলাম মিঠুসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তরা র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্মকর্তারা।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম মিঠু (৪৯), মিজানুর রহমান (৪৪), মো. আল মামুন ওরফে মেহেদী (২৭), মো. সাইমন (২৮) ও রাসেল হোসেন (২৪)।
র্যাব জানায়, মঙ্গলবার রাত থেকে আজ বুধবার (পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর ভাটারা, বনশ্রী ও মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে কিডনি কেনাবেচার চুক্তির এফিডেভিট কপি, ভুক্তভোগীদের পাসপোর্টসহ মোট ১৪টি পাসপোর্ট, কিডনি ক্রসম্যাচিং এর বিভিন্ন দলিল, দেশি-বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ফটোকপি, ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের জাল সিলমোহর, খালি স্ট্যাম্প, সিপিইউ, মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি কেনাবেচা চক্রের মোট সদস্য সংখ্যা ১৫-২০ জন। তারা মূলত ৩টি ভাগে বিভক্ত হয়ে কিডনি কেনাবেচার এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে।