প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী খাদ্যে ভেজালকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ তরিকত ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন মোহাম্মদ নাসিম। এসময় কৃষকদের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে মোহাম্মদ নাসিম বলেন, প্রয়োজনে সরকার ভর্তুকি দিয়ে ফসল ক্রয় করবে। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজবিুল বশর মাইজভান্ডারীরর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়–য়াসহ অন্যরা।