নিউজ ডেস্ক / বিজয় টিভি
অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।
ভোর ৪টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তারা। বিমানবন্দরেই তাদের জিজ্ঞাসাবাদ করেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে গত ১০ মে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে বহু মানুষের মৃত্যু হয়। ওই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩৯ বাংলাদেশির একটি তালিকা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়। ইতোমধ্যে পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
নিউজ ডেস্ক / বিজয় টিভি