পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো ১৯ দশমিক ৯২ শতাংশ। আজ (সোমবার) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে। ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।
দুপুরে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল এ ঘোষণা দেন। গত ১২ জানুয়ারি, বিদ্যুতের পাইকারি দাম পুণঃনির্ধারণের প্রস্তাব জমা দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এরপর তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়। গত ১৩ অক্টোবর, দাম না বাড়ানোর ঘোষণা দেয় কমিশন।
এরপর গত সপ্তাহের সোমবার রিভিউ আপিল করে পিডিবি। এক সপ্তাহের যাচাই-বাছাই শেষে আজ নতুন দাম ঘোষণা করল বিইআরসি। এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান চলমান সংকটে বিদ্যুতের দাম বাড়ায় সব ধরনের পণ্যের দাম আরেক দফা বাড়তে পারে। এছাড়া, এর কারণে কৃষি ও কলকারখানায় উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।