1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ফেনীতে ৯ মাসে ৭৫ জনের আত্মহত্যা - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

ফেনীতে ৯ মাসে ৭৫ জনের আত্মহত্যা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল নোমান (২২), ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে । পেশাগত জীবনে ফটোগ্রাফিকে বেছে নিয়ে ফেনী শহরের উত্তর ডাক্তার পাড়ায় একটি বাসায় বসবাস শুরু করেছিলেন। চলতি বছরের ১৭ মে এ পুলিশ নমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নোমানের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে নোমান ফেসবুকে তার বিভিন্ন কষ্টের কথা জানিয়ে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এসব স্ট্যাটাসে তিনি প্রেমের সম্পর্ক বিচ্ছেদ ও পারিবারিক কলহের বিষয়টি ইঙ্গিত দিতেন। নমান এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করে প্রায় তিনদিন অচেতন ছিলেন বলেও দাবি করে তার বন্ধু-স্বজনরা।

ঠিক এভাবেই ফেনীতে বেড়েই চলছে আত্মহত্যার প্রবণতা। জেলায় আত্মহত্যার অন্যতম প্রধান কারণ পারিবারিক কলহ, পুলিশ ও বিভিন্ন তথ্য পর্যবেক্ষণে দেখা যায়। এছাড়া  অনেকে বিভিন্ন অপ্রাপ্তি ও মানসিক সমস্যা থেকে হতাশাগ্রস্ত হয়ে এ পথ বেছে নিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে দাগনভূঞায়। এ উপজেলায় চলতি বছর ২০ জন আত্মহত্যা করেছেন। এছাড়া ফেনী সদর উপজেলায় ১৯ জন, সোনাগাজীতে ১৩ জন, ফুলগাজীতে ১০ জন, ছাগলনাইয়ায় ৭ জন এবং পরশুরামে ৬ জন রয়েছে। তাদের অধিকাংশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার হার উদ্বেগজনক হলেও প্রায় ১৬ লাখের বেশি মানুষের ফেনীর এ জনপদে নেই কাঙ্ক্ষিত মানসিক চিকিৎসা সেবা। শহরে বেসরকারি উদ্যোগে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান মানসিক চিকিৎসা সেবা দিলেও নেই কোনো সরকারি উদ্যোগ। ফেনী স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সরকারিভাবে ফেনীতে মানসিক চিকিৎসায় কোনো পোস্টিং নেই।

গত ২ আগস্ট ফেনীর সোনাগাজী পৌরসভার পূর্ব চরগনেশ রেজি মিয়াজী বাড়িতে মায়ের সঙ্গে অভিমান করে রোকশানা আক্তার আকলিমা (১৪) নামে এক কিশোরীর আত্মহত্যা করে। সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজনরা জানান, পরিবারে আকলিমা কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল। প্রায় সময় একা থাকত। ওইদিন তেমন কোন ঝামেলা ছাড়াই সামান্য কিছু কথায় অভিমান করে সে আত্মহত্যা করে। আশপাশে মানসিক রোগের চিকিৎসা ব্যবস্থা না থাকা এবং সামাজিক বিভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে চাইলেও কোনো চিকিৎসা করাতে পারেননি বলে জানায় তার পরিবার।

জেলায় মানসিক চিকিৎসায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান ফেনী সাইকিয়াট্রি হসপিটালের চেয়ারম্যান ডা. তবারক উল্ল্যা চৌধুরী বায়েজীদ ঢাকা পোস্টকে বলেন, ফেনীতে মানসিক রোগের চিকিৎসা অপ্রতুলতা এবং যোগ্যতাসম্পন্ন জনশক্তির অভাব চরমে। জেলায় মানসিক রোগে আক্রান্তদের মধ্যে ১০ শতাংশ চিকিৎসার আওতায় আসছে। আবার ২০ শতাংশের বেশি যেখানে যাচ্ছে সেখানে উপযুক্ত সেবা পাচ্ছে না। এছাড়া মানসিক রোগ নিয়ে এখনও সামাজিক কুসংস্কার, অনীহা এবং অজ্ঞতা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার গোল উৎসব

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
অভিনেত্রী শাওন গ্রেফতার

অভিনেত্রী শাওন গ্রেফতার

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আবারও বাড়লো এলপিজির দাম

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
বাড়ল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

বাড়ল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
সারজিস আলম আহত

সারজিস আলম আহত

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.