১২ দিন ধরে তিউনিসিয়ার জলসীমায় একটি উদ্ধারকারী নৌকায় ভাসছেন ৬৪ জন বাংলাদেশী। নৌকাটিতে বাংলাদেশী ছাড়াও আরো কয়েকটি দেশের মোট ৭৫ জন অভিবাসন প্রত্যাশী রয়েছেন।
তিউনিসীয় কর্তৃপক্ষ নৌকাটিকে তীরে ভিড়তে দিচ্ছে না বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। বুধবার রেড ক্রিসেন্টকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, উপকূলীয় শহর জার্জিস থেকে ২৫ কিলোমিটার দূরে নৌকাটি অবস্থান করছে। অভিবাসন প্রত্যাশীদের দলটি লিবিয়া থেকে যাত্রা শুরু করে। নৌকাটিতে বাংলাদেশীরা ছাড়াও মরক্কো, সুদান ও মিসরের নাগরিক রয়েছেন। তিউনিসিয়া সরকারের একটি সূত্র রয়টার্সকে জানায়, এই অভিবাসন প্রত্যাশীরা খাবার ও চিকিৎসাসেবা প্রত্যাখ্যান করে তাঁদের ইউরোপে ঢুকতে দেয়ার দাবি জানিয়েছেন। ইউরোপের উদ্দেশেই তাঁরা এই যাত্রা শুরু করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি