পাঁচ দিনের ব্যবধানে আরও এক দফা বাড়ল সোনার দাম। এবার প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন যার দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা।
শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।
বিশ্লেষকরা বলছেন, আগামী ৫ বছরে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম আরও বাড়বে। নেপথ্যে রয়েছে কয়েকটি কারণ। বিখ্যাত মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে।
সাধারণত, বিভিন্ন তথ্য ও গবেষণার ওপর নির্ভর করে স্বর্ণের দর ওঠা-নামার পূর্বাভাস দেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ২০২৪ সালে দামি ধাতুটির দর বৃদ্ধি পাবে। সেটা সরর্বকালের সর্বাধিক দাম ছাড়িয়ে যেতে পারে। পরবর্তী ৪ বছরেও সেই ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।